সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা শহর থেকে মাত্র আড়াই কিলােমিটার দূরে অবস্থিত হাড়িয়াদহ গ্রাম। গ্রামটি গাংনী শহরের কাছাকাছি হলেও উন্নয়নের কােন ছােয়া লাগেনি। বিশেষ করে এ গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা রয়েছে, তা মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি জমে। ফলে এ গ্রামের হাজার হাজার মানুষ চরম ভােগান্তি পােহায়। সরকার আসে-যায়,কিন্তু এ রাস্তাটি পাঁকাকরণ হয়না।
অবশেষে হাড়িয়াদহ গ্রামের তরুণ সমাজ সেবক ও মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালাম ব্যক্তিগত উদ্যােগ গ্রহণ করেন। তিনি গাঁ ছেড়ে,মা-মাটি ছেড়ে প্রবাস থেকে নিজস্ব অর্থায়নে ইট-খােয়া দিয়ে রাস্তাটি আধা পাকাকরণ করে দেন। ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার মতাে এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
স্থানীয় বাসিন্দা ও ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন বলেন, “অনেকদিন ধরে আমরা এই রাস্তায় চলাচল করতে কষ্ট পাচ্ছিলাম। প্রশাসনের নজর না থাকলেও আমাদের এলাকার এই সন্তান নিজ উদ্যোগে কাজটি করেছেন, এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ আব্দুস সালাম ছােটবেলা থেকেই মানবিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
গাংনী উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়সাল হােসেন জানান,হাড়িয়াদহ গ্রামের ভিতরের রাস্তাটি পাঁকাকরণের জন্য ইতােমধ্যে সকল প্রক্রিয়া করা রয়েছে। নতুন বরাদ্দ আসলে,দ্রুত কাজটি করা হবে।