মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে হোটেল এজাজে আব্দুর রহমান হত্যাকাণ্ডের এজারভুক্ত আসামি, হোটেল এজাজের মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকালের দিকে এজাজ হোটেলের মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুল ইসলাম ঝন্টু মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার ফকির মোহাম্মদের ছেলে। রবিবার বিকেলে হোটেল এজাজ থেকে মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের আব্দুর রহমানের গলাকাটা অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মনিরুল ইসলাম ঝন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেন।
পরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রহমানের স্ত্রী রেহেনা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮। তারিখ ১২/০৬/২৩। ওই মামলায় হোটেল মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে আসামি করা হয়।