মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা অটো ইজি বাইক মালিক চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে জেলা অটো ইজি বাইক মালিক চালক সমিতির অফিস মিলনায়তনে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৯ অক্টোবর ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিল। ৩০ অক্টোবর আপিল নিষ্পত্তি। ১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৩ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি। ৪ নভেম্বর মনোনয়নপত্র জমা (সকাল ১০ টা থেকে রাত 8 টা পর্যন্ত)। ৫ নভেম্বর মনোনয়নপত্র বাছাই। ৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। ৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
১০ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ১৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সময় অন্যদের মধ্যে সহকারি নির্বাচন কমিশনার রাহিনুজ্জামান পলেন, মিজানুর রহমান হিরণ, অ্যাডঃ একেএম আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।