মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যলি,আলোচনা সভা, শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।এসমে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক,সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, হাসান ফেরদৌস, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী,সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান,আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ সহ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য র্যলি বের করা হয়।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে র্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং রাতে মেহেরপুর শহীদ শামসুদ্দোজা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ আরাফাত আল আকাশ, মিজানুর রহমান, প্লাবন, সুব্রত মল্লিক কাজল, লিন্ডা,অভি প্রমুখ ও অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।