মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন ফুলবাগান পাড়ার মুরাদ আলীর ২৭ দিন বয়সি শিশুর জন্ম নিবন্ধন কার্ড তার মায়ের হাতে তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। ঘড়ির কাঁটাতে তখন দুপুর ২-২২ মিনিট।
মেহেরপুর পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন কয়েকজনের পৌর কাউন্সিলরকে সাথে নিয়ে মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ফুলবাগান পাড়ার মুরাদ আলীর বাড়িতে উপস্থিত হন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের ওই বাড়িতে আসার উদ্দেশ্য কি? তখন পর্যন্ত কেউ বুঝতে পারেননি। জানা গেল তখনই, যখন ওই পরিবারের নতুন অতিথির মায়ের হাতে জন্ম নিবন্ধন কার্ড তুলে দেওয়া হল।
শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন ফুলবাগান পাড়ার মুরাদ আলীর ২৭ তিন বয়সি শিশুর জন্ম নিবন্ধন কার্ড তার মায়ের হাতে তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে পৌরসভা এসে নিজ খরচে শিশুর জন্ম নিবন্ধন করা। কিন্তু পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ভর দুপুরে নিজ উদ্যোগে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ফুলবাগান পাড়ার মুরাদের বাসভবনে উপস্থিত হন। এ সময় ২৭ দিন বয়সী মুরাদের ছেলে আদিয়াত আল ওয়াদিদ এর মায়ের হাতে বিনা খরচে জন্ম নিবন্ধন কার্ড, সঙ্গে উপহারস্বরূপ শিশুটির জন্য পোশাক, ওই পরিবারসহ প্রতিবেশীদের জন্য মিষ্টি, ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দনপত্র পৌঁছে দেন।
ভরদুপুরে আকস্মিকভাবে পৌর মেয়রের আবির্ভাবে ওই পরিবারের লোকজন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। আনন্দে অনেকটা বাক হারিয়ে ফেলছিলেন বাড়ির সকলে। পরে পৌর মেয়য় নিবন্ধন রশিদ তুলে দেওয়ার সাথে সাথে অভিনন্দন পত্র দিয়ে তাদের অভিনন্দন জানান। একই সাথে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান। আদিয়াত আল ওয়াদিদ এর মা খাদিজা খাতুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের যে আন্তরিকতা। তা কখনো ভুলবো না। এ সময় মেহেরপুর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুর রহিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, পৌর সচিব এম ওবায়দুল্লাহ প্রমুখ ও উপস্থিত ছিলেন।