মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ৮৯ টি গ্রামে এক যোগে ব্লিচিং পাওডার স্প্রে ও ৩ হাজার ৬ শ পিচ সাবান বিতরণ করলো দি হাঙ্গার প্রজেক্ট এর স্থানীয় স্বেচচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার সকাল থেকে স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে সাবান ও ব্লিচিং পাওডার স্প্রে করেন।
এসময় মটমুড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক ফোরাম এর সভাপতি মোঃ হাসান আলী, স্বেচ্ছাসেবক, নুরুজ্জামান, মুকুর হোসেন, সজিব আহাম্মেদ, কাজিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক ফোরাম এর সভাপতি রেজাউল হক মাস্টার, স্বেচ্ছাসেবক, মোঃ শাহ আলম, আশিক আলি, বেবি খাতুন, রুমানা পারভীন, কাথুলী ইউনিয়ন ফরিদা পারভীন , ফিরোজ আহাম্মেদ পলাশ , সবুজ, মামুন ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরাম ইদ্রিস আলী, ইভা খাতুন, গুলসানারা, মনিরুজ্জামান, সাহারবাটি ইউনিয়ন আবদুল মজিদ, সাহারন অংশ নেন।
দি হাঙ্গার প্রজেক্ট গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন জানান, স্থানীয় স্বেচ্ছাসেবিদের সংগ্রহ করা অর্থ দিয়ে ৩৬ শ সাবান ও ৯৬ কেজি ব্লিচিং পাওডার কিনে উপজেলার ৮৯ টি গ্রামের মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসিবরা ব্লিচিং পাওডার মিশ্রিত পানি গ্রামের রাস্তাঘাট, বাড়ির আঙিনা, হাট বাজারে স্প্রে করেছে।
এছাড়া প্রতিটি গ্রামের জন্য ৪০ পিচ করে সাবান বিতরণ করা হয়েছে। এর আগে এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, আটাসহ বিভিন্ন ভোগ্যপণ্য বিতরণ করেছে।