মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর:
সম্মারিভাতা বৃদ্ধি, পোষাক, রেসনিং ব্যবস্থা চালুসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ পোস্টাল ই,ডি, কর্মচারি ইউনিয়নের উদ্যোগে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতী শুরু হয়েছে। মেহেরপুর জেলার পোস্টাল ই,ডি, কর্মচারি ইউনিয়নের ৬৩ জন কর্মচারি গত ২দিন যাবত মেহেরপুর গ্রাম-গঞ্জের পোস্ট অফিসগুলো থেকে সব ধরনের চিঠি পত্র বিলি-বণ্টন বন্ধ রেখেছেন। আন্দোলনরত কর্মচারিদের দাবি বর্তমানে সর্ব নিন্ম ৯শ’ ১০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ২শ’ এবং সর্বোচ্চ এক হাজার ৩শ’ ২০ টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার ৫শ’ টাকায় উন্নীত করা। মঙ্গলবার মেহেরপুর প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায় মেহেরপুর জেলার কর্মচারিরা পোস্ট অফিসের সামনে জড়ো হয়ে আবার কেউবা আশপাশের দোকানে বসে সময় কাটাচ্ছে।
