মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গৌরীনগর ইউনাইটেড ক্লাব ৩য় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের ৩য় খেলায় গৌরীনগর ইউনাইটেড ক্লাববাঁকা একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় গৌরীনগর ইউনাইটেড ক্লাবের বেলাল গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে রাব্বি ১৯,২৩ ও ২৭ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।২৮ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন রাব্বি।খেলাই বিজয়ী দলের রাব্বি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং জাহাঙ্গীর আলম ।