মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার কামদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ বিদায় বরণ অনুষ্ঠিত হয়। কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্জামান এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মিলন আহম্মেদ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিয়ামুল হক। চিৎলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্কাচ আলী,সহকারী শিক্ষক নাসির উদ্দিন, শেরফুল ইসলাম, শওকত আলি প্রমূখ।
পরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এবং দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।