মেহেরপুর নিউজ:
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলায় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘২৪-এর রং’ থিমে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জব্বারুল ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজুদ্দিন ও হাসমাত জামান সৈকত প্রমুখ।