নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ভাতা রাস্তবায়ন নীতিমালা অনুযায়ী নতুন বয়স্ক, বিধাব ও স্বামী নিগৃহীতা মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
বিশেস অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন। বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেব প্রমুখ।