নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৮তম গ্রীস্মকালীন জেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
রবিবার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার সমাপনি দিনে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তারের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার। বিজয়ী দল গুলি জেলার চ্যাম্পিয়ন হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো।