মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ভবানন্দপুর একাদশ।
শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলা ভবানন্দপুর টাইব্রেকারে ৮-৭ কসবা একাদশকে পরাজিত করে । নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইবেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।
পরে ট্রাইবেকারে আটটি করে কিক নেওয়া হলে ভবানন্দপুর ৮টি জালে প্রবেশ করে অপরদিকে কসবা সাতটি গোল করে। ভবানন্দপুর ফাইনালে চুয়াডাঙ্গার ভালাইপুর শেখ মনি স্পোর্টিং এর সাথে ফাইনালে মোকাবেলা করবে।