মেহেরপুর নিউজ:
মেহেরপুর বোসপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বোস পাড়ার নেশার মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রেনেসাঁ সিনিয়ার একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় রেনেসাঁ সিনিয়ার একাদশ ২-০ গোলে রেনেসাঁ জুনিয়র একাদশকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে সঞ্জয় ও কার্তিক একটি করে গোল করেন। রেনেসাঁ ক্লাব সিনিয়ার একাদশ এবং রেনেসাঁ ক্লাব জুনিয়র একাদশকে খেলা দেখার জন্য বিপুল পরিমান দর্শক মাঠে উপস্থিত হন।