পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খননকৃত মেহেরপুর সদর উপজেলার সরস্বতী খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আতাউল গনি।
বুধবার বিকালের দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পুনর্খননকৃত সরস্বতী খাল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ঠিকাদার জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।