মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ৫ উইকেটে সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৪৭ ওভার ১ বলে ২১৮ রান করে সবাই আউট হয়ে যায় আকাশ দলের পক্ষে ৩৮ রকি ৩৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে শাফি ৬৯ তৌফিক ৪৭ রান করে। উজলপুর এর পক্ষে আকাশ ও রিমন দুটি করে উইকেট লাভ করে।