মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে প্রচারপত্র বিলি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহর সহ মেহেরপুরের বিভিন্ন এলাকা মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারপত্র বিলি করা হয়।
যুব রেড ক্রিসেন্ট এর প্রধান খন্দকার আমিনুর রহমান সোহাগ এর নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা এসকল প্রচারপত্র বিলি করেন এ সময় অন্যদের মধ্যে উপ-যুব প্রধান গোলাম মোর্শেদ, যুব রেড ক্রিসেন্টের সদস্য রুবেল, শিশির, শায়লা প্রমূখ উপস্থিত ছিলেন।