মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে গাংনীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে জনগণকে সচেতন করতে এবার মাঠে নামলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, শামীম পারভেজ দোলা উপস্থিত ছিলেন। বাড়ির বাইরে বের হবেন না, মুরব্বীরা বাইরে বেরুবেন না।
মুরব্বীদের রোগ বালাই বেশী হচ্ছে। নামাজ পড়ে ঘরে প্রবেশ করবেন। দোকান পাট খোলা রাখবেন না, চায়ের দোকানে আড্ডা দেবেননা।এবাভেই গ্রামাঞ্চলের মানুষকে সচেতন করেন তিনি।এসময় বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আড্ডা তুলে দেন এবং দোকান বন্ধের নির্দশ দেন। শুক্রবার রাত ৭ টার পর থেকে গভীর রাত পর্যন্ত গাংনী উপজেলার চৌগাছা, সাহারবাটি বাজার, ভাটপাড়া, নওপাড়া,, মাইলমারী, হিন্দা, হিজলবাড়িয়া, জোড়পুকুরিয়া, তেরাইলসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সচেতন তরেন তিনি।
এর আগে এমপি সাহিদুজ্জামান খোকন গাংনী পৌর এলাকার সাধারণ পথচারীদের সচেতন করার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করেছেন। দেশব্যাপি করোনা ভাইরাস ( কভিড-১৯) শুরু হওয়ার পর থেকেই সাধারণ জনগণকে সচেতন করতে শুরু করেন তিনি।