মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও জীবনানাশক স্প্রে করনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভা চত্বরে জীবনানাশক স্প্রে করণের উদ্বোধন করা হয়।
সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদুর রহমান জাহিদ।
পরে পৌরসভার একটি খোলা ট্রাকে করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কে জীবননাশক স্প্রে করা হয়। পৌর কাউন্সিলর জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহেল বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলেন করোনাভাইরাস কে কেউ অবহেলা দৃষ্টিতে দেখবেন না। অযথা কেউ বাড়ির বাইরে বের হবেন না।