মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে মেহেরপুর শহরের হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর পৌরসভার সামনে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান উপস্থিত থেকে প্রত্যেক দিনমজুরের মাঝে ৫ কেজি করে চাল ১ কেজি করে ডাল ২ কেজি আলু ১ লিটার তেল একটি সাবান লবণ বিতরণ করেন।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আপনারা সকলে নিজ গৃহে অবস্থান করবেন, কেননা করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে যে কারণে সকলে নিরাপদে নিজ বাড়িতে অবস্থান করবেন। পৌর মেয়র আরও বলেন পৌর এলাকার সকল হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহেল বাকী, মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।