গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো .আনোয়ার হোসেন আনুর । সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কর্মহীন দরিদ্র ২০০ পরিবারকে
প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১টি সাবান এবং ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও লবণ।
রবিবার ও সোমবার এই কর্মসূচির দুইদিনব্যাপী দিনমজুর হতদরিদ্রদের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হবে। সংকটময় মুহূর্তে আনোয়ার হোসেন আনুর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় এ সাহায্য পেয়ে খুশি এসব দরিদ্র পরিবার।
তিনি বলেন, আমার এসাহায্য সমান্য হলেও মানুষের উপকার হবে এবং দেখে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে আনোয়ার হোসেন আনুর নিজে ব্যক্তিগত থেকে ৫০০ পিচ মাস্ক ও ডেটল সাবান দেন। পরবর্তীতে আরও সাহায্যের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।