কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃমো:ইব্রাহীম মোল্লা:
গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে দোকান মালিক আশরাফ হোসাইন মুসা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউন থাকায় তিনটি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করেছেন।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লক ডাউন এ কাশিয়ানী বাজারে দোকান মালিক আশরাফ হোসাইন মুসা তিনটি দোকানের এক মাসের দোকান ভাড়া মওকুফ করেন।
আশরাফ হোসাইন মুসা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী লক ডাউন এ দোকান ঘর বন্ধ থাকা ও ব্যবসায় ক্ষতি হওয়ায় আমার তিন দোকান ভাড়াটিয়া ১. সুমন বিশ্বাস ২. রাম বিশ্বাস ৩. আকাশকে এক মাসের ভাড়া মওকুফ করেছি।
স্থানীয়রা আশরাফ হোসাইন মুসা‘র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং সেই সাথে সমাজের বিত্তবানদের করোনা ভাইরাস মোকাবেলই অসহায়, দরিদ্র শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।