মেহেরপুর নিউজ:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষনা করে সরকার তার ধারাবাহিকতায় শহরের ইজিবাইক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মেহেরপুর পৌরসভার প্রায় ৫ শ ইজিবাইকচালক কর্মহীন হয়ে পড়ে। এই কর্মহীন ইজিবাইকচালকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে ইজিবাইক চালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন উপস্থিত থাকে ইজিবাইক চালকদের মাঝে প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
এসময় ইজিবাইকচালকদের রাস্তায় বের না হয়ে ঘরে থেকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান হয়।