মেহেরপুর নিউজ:
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ওয়াবদা এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: আবু তাহের সিদ্দিকী উপস্থিত থেকে চাল, ডাল, তেল, পিয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মেহেরপুর জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার এম এ বাসার সেখানে উপস্থিত ছিলেন।