মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতার জন্য বাংলাদেশ স্কাউটস কর্তৃক গঠিত মেহেরপুর জেলা রেসপন্স টিমের পক্ষ থেকে মেহেরপুর মেটারনিটি হসপিটাল ও মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রেসপন্স টিমের পক্ষে মেহেরপুর জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদ ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চিকিৎসকদের হাতে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট গুলো তুলে দেন। এসময় মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর নিউজের যুগ্ম বার্তা সম্পাদক সাঈদ হোসেন উপস্থিত ছিলেন।