মেহেরপুর নিউজ:
করোনাভাইরান কোভিড-১৯ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে ঘরে থাকার নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরা দায়ে ভ্রাম্যমান আদালতে ১৭ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও বারাদি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বারাদি ও আমঝুপি বাজার এলাকায় সরকারী আইন অমান্য করে রাস্তায় ঘোরাফেরা করার দায়ে মোট ১৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ওই ব্যক্তিদের নিকট থেকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।