গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ভাইরাস রোগীদের সোয়াব কালেকশন করে পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যস্ত সময় পার করছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,করোনা আতঙ্ক কে উপেক্ষা করে বর্তমানে কাশিয়ানী হাসপাতালে ডাক্তারগণ উপস্থিত থেকে জনসাধারণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এবং করোনা রোগ নির্ণয়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আগতদের সনাক্ত করে সোয়াব সংগ্রহের কাজ করছে।
বর্তমানে আরটিপিসিআর কোভিট ১৯ পরীক্ষার জন্য কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লায় হাসপাতলের দক্ষ টিম সোয়াব সংগ্রহে ব্যস্ত আছে। সূত্রমতে কাশিয়ানীতে এখন পযন্ত ২০টি কিট এসেছে। কাশিয়ানী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকের অফিসার মোঃ ইকবাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন ।
দক্ষিণ ফুকরা থেকে ১টি শিতারামপুর থেকে ২টি আউটডোর থেকে ১টি এই চারটি সোয়াব সংগ্রহ করে আইডিসিআরে পাঠান হবে আর রির্পোট আসতে ৪দিন সময় লাগতে পারে । ইতিপুবে ৯টি সোয়াব ঢাকায় পাঠান হয়ছিলো তার মধ্যে ৬টির রির্পোট এসেছে এর মধ্যে ৬টির রিপোটই নেগেটিভ এসেছে বলে জনালেন কাশিয়ানী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকের অফিসার মোঃ ইকবাল হোসেন খান ।