মুজিবনগর প্রতিনিধি: কে এম হাসান:
মুজিবনগরে গলাই রশি লাগিয়ে মশিউর রহমান খোকন(৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে পুরন্দরপুর পশ্চিমপাড়া ওহাবের ভাটার পাশের আম বাগানের ভিতর আমাগাছের সাথে গলায় রশি লাগিয়ে আত্বহত্যা করে।
আত্মহননকারী দারিয়াপুর কাশারিপাড়ার মৃতঃ নফল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২/৩ মাস আগে খোকন ব্রেনস্টোক করেন। তারপর থেকে তার চিকিৎসা চলমান ছিলো। মাঝে মাঝে তার মাথায় সমস্যা হত। আজকে সকালে সে একটি রশি হাতে রাস্তায় ঘোরাঘুরি করছিলো।
পরে এগারোটার দিকে বাগানের ভিতর তার ঝুলন্ত লাশ দেখতে পাই। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ নিচে নামায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, মৃত্যুর খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে যেয়ে কোন ধরনের সন্দেহমূলক কিছু পাওয়া যায়নি। তাছাড়া তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনা শোনার পর পরই মেহেরপুর সার্কেল এসপি মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।