তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ও নূর আহমেদ বকুল এর আর্থিক সহযোগিতায় দুই শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহরস্থ নুর আহমেদ বকুলের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা শাখার সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা গ্রামে গ্রামে গিয়ে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করেন।
এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মজনুল হক মজনু, কমরেড ওমর আলী, কমরেড ফিরোজ, কমরেড জাহাঙ্গীর, কমরেড আরোজ আলী, কমরেড আব্দুর রহিম, জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, সদস্য কামাল হোসেন,খলিলুর রহমান,ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।