তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌরসভায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে পৌরসভা কার্যালয় হতে ৯ টি ওয়ার্ডের বাস, ট্রাক ও মাইক্রো চালকদের ৩ শ’ টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৈশ্বিক সমস্যা এই করোনা ভাইরাস সম্পর্কে সকলের সচেতন থাকবেন। সরকারি নিয়ম কানুন মেনে চলবেন।
নিজ নিজ ঘরে অবস্থান করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।