মুজিবনগর,কে এম হাসান:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মুজিবনগরে শুরু হয়েছে ধোয়া মোছার কাজ। বৃহস্প্রতিবার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম মুজিবনগর সৃতিসৌধে ধোয়া মোছার কাজ করেন। এবং মুজিবনগরের চারপাশ বর্নিল সাজে সাজানো হয়।
তবে অন্য বারের মত জনসমাগম করে জাকজমক ভাবে পালিত না হলেও করোনা প্রকটে সল্প পরিসরে পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
এদিকে বাইরের জেলার লোকসহ বেশি জনগন মুজিবনগরের ভিতর প্রবেশ না করতে পারে সে লক্ষে মুজিবনগরের দুইটি গেটে থাকবে নিরাপত্তা বাহিনির সদস্যরা। পরিষ্কার পরিছন্নের কাজ তদারকি করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।