মেহেরপুর নিউজ:
মেহেরপুর -চুয়াডাঙ্গার শেষ সিমান্ত মহাজনপুর কলেজ মোড় এ মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নির্দেশ এ রেলগেট এর মত বেরিকেট দেওয়া হচ্ছে যা সঠিক ভাবে পরিচালনা করেছে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম।
মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন এর নেতৃত্ব তিনটি টিম করা হয়েছে যারা সময় ভাগ করে দ্বায়িত্ব পালন করছেন।
তিনটি টিমের প্রধানরা হলোঃ১ মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সায়েম খন্দকার, ছাত্রলীগ কর্মি হাসান আলী, ও ছাত্রলীগের কর্মি রাকেশ কুমার। তিনটি দলে ১৮ জন সদস্য রয়েছে যারা সকাল ৫টা থেকে সন্ধা ৬ টা পযন্ত দায়িত্ব পালন করছে৷
মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন মেহেরপুর নিউজ জানান ,করোনা ভাইরাস প্রতিরোধের এর লক্ষ্যে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনির স্যার এর নির্দেশে আমরা এই দ্বয়িত্ব গ্রহন করেছি, আমরা জরুরি প্রয়োজন বাদে জেলার বাইয়ে এবং ভেতরে যাতায়াত করতে দিচ্ছি না, সবাইকে ঘরে ফিরতে আহবান করছি,আমাদের আহ্বানে সারা দিয়েচ্ছেন অধিকাংশ লোক। জরুরী কাজে যাতায়াত করলে আমরা তাদের হাত ও যানবহন এ জীবানু নাশক স্প্রে করা করছি।
এছাড়া কাঁচা বাজার এর দূরত্ব বজাই , বাইরে থেকে আসা লোকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, এ প্রশাসনের সাথে সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম।