তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কর্মহীন অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ ১ শ’ ১০ টাকা ও ১০ কেজি করে চাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক এ খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, যারা ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
তবে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। এছাড়াও সকলকে সরকারি প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলতে হবে। কর্মহীন ও অস্বচ্ছল পরিবারে খাদ্য পৌঁছে যাবে।
এ সময় পৌর যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান বাবু, ধানখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।