মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী কর্মহীন অসহায় পরিবারে মাঝে প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক উপস্থিতিতে বিভিন্ন গ্রামে করোনার কারণে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, যারা ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তবে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। এছাড়াও সকলকে সরকারি প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলতে হবে। কর্মহীন ও অস্বচ্ছল পরিবারে খাদ্য পৌঁছে যাবে