মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা যুবলীগের উদ্যোগে শহরে করোনা পরিস্থিতে কর্মহীন, অসহায়, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার রাতে মেহেরপুর শহর এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর সদর থানা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান অপু এর নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়। এসময় সদর থানা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান অপু করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন ও নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, দেশে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য নিজ নিজ বাড়িতে অবস্থান ছাড়া কোন উপায় নাই।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকারি সকল নিয়ম কানুন মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন। এ সময় বাহাদুর, শাহিন, রিপন, কামাল, সেন্টু, সুমন, আহসান, রফিকুলসহ সদর থানা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।