তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ১ শ’ ২০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যার কিছুটা আগে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমিজ রাজা সুইট, তানজুমান মাস্টার ও কিরণ আহমেদ এর নেতৃত্বে দল-মত নির্বিশেষে এলাকার বিত্তবান মানুষের সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রত্যেকটি পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি প্যাকেট লবণ ও একটি মাস্ক বিতরণ করা হয়। এ সময় কাজীপুর ৩ নম্বর ওয়ার্ডের যুব সমাজের শামীম হোসেন, রাইদুল ইসলাম, টমিজ উদ্দিন, সাগর হোসেন, সজিব রানা, হৃদয় আলী, সাবজাদ হোসেন ও সৌরভ হোসেন প্রমুখ।