মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর ভিন্নধর্মী উদ্যোগ, ফোন করলে বাসায় পৌঁছে দিচ্ছেন খাবার সামগ্রী।
বর্তমানে করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশেও এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এই ভাইরাসের ভয়াবহতা দূর করতে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রেখেছেন সরকার।
এতে উচ্চবিত্তদের কোন সমস্যা না হলেও সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত সকল প্রকার দিনমজুরেরা, আর এসব মানুষের পাশে দাঁড়াতে মেহেরপুর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর চালু করেছেন হ্যালো কাউন্সিলর।
ফোন করলেই বাসায় পৌঁছে দিচ্ছেন খাবার। প্রায় ১৫ দিন ধরে সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজের অর্থায়নে এই কাজ করে যাচ্ছেন তিনি। সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব মেহেরপুরনিউজ কে জানাই, এই দুঃসময়ে মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউকে না খেয়ে থাকতে দেবো না তাই আমি এই উদ্যোগ নিয়েছি। এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি