তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে কলেজ ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সবজি বিতরণ করা হয়।
সবজি বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও উদ্বোধন ঘোষণা করেন ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার প্রত্যেককে করোনা সতর্কতায় নিজ নিজ বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।
সেইসাথে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নিয়ম নীতি মেনে চলার অনুরোধ করেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়।
সবজির তালিকায় ঢেঁড়স, লাউ, পুঁইশাক, লবণ, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি স্থান পেয়েছে। এ সময় এমপি সাহেবের একান্ত সরকারি মুক্তারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা’র সভাপতি মাহমুদ হাসান হাসিব, জেলা ছাত্রলীগের সভাপতি জাভেদ আজিম ডলার, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, গাংনী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল আলি, গাংনী গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মুস্তাকিন, গাংনী উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বাবু, শ্রমিক নেতা মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।