তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ভূমিহীন সাইকেল মেকার গরীব-অসহায় ও কর্মহীন মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। তৈয়ব আলী পৌর এলাকার চৌগাছা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
শনিবার বেলা ১১ টার দিকে তার নিজ বাড়ির সামনে থেকে নগদ অর্থ প্রদান করেন। তিনি ১ শ’ টি পরিবারের মাঝে ১ শ’ ৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে
করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তিনি আরো বলেন সমাজের যারা বিত্তবান রয়েছেন তারাও এই তৈয়ব আলীকে অনুসরণ করে গরীব-অসহায় কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসুন। এ সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।