মেহেরপুর নিউজ:
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া যায়নি। সোমবার মেহেরপুর জেলার যে ১৭ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট এসেছে তার মধ্যে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর রিপোর্ট এসেছে। সংসদ সদস্য আসাদুজ্জামান খোকন শরীরের করনা ভাইরাসের কোনো জীবাণু পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার নিজের শরীরের কোন জীবাণু আছে কিনা
তা নিশ্চিত হওয়ার জন্য নিজ উদ্যোগে সোয়াব পরীক্ষার জন্য নমুনা পাঠান ।
এদিকে নিজের শরীরে করোনাভাইরাস জীবানু না থাকায় মহান আল্লাহপাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাহিদুজ্জামান খোকন। একই সাথে সংসদ সদস্য করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।