মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এক সেনা সদস্য সহ তার শ্বশুরবাড়ির লোকজনকে লকডাউন করে রেখেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে শালিকা গ্রামের মানুষজন ওই বাড়ি লাল পতাকা টানিয়ে লকডাউন করে দেয়। জানা গেছে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সেনাসদস্য দুপুরে কর্মস্হল রংপুর থেকে নিজ বাড়ী দারিয়াপুর যায়।
দারিয়াপুরের জনগন তাদের বাড়ীতে নামতে না দেওয়ায় ঐ সেনাসদস্য শ্বশুর বাড়ি শালিকায় অবস্হান নেয়।সংবাদ পেয়ে শালিকা গ্রামবাসী ওই সেনা সদস্য সহ তার শ্বশুর বাড়ি লকডাউন করে তাদের ১৪দিনের হোমকোরেন্টিনে রাখা হয়েছে।