তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে ১শ’৫০ টি কর্মহীন-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। প্রত্যেকটি পরিবারে ৫ কেজি করে আটা, এক প্যাকেট মুড়ি ও এক প্যাকেট খেজুর বিতরণ করা হয়।
এ সময় ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।