তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২(গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম। সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।