মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের ব্যবসায়ী মহলে প্রচারপত্র বিলি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর বড়বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি উপস্থিত থেকে বড়বাজার ব্যবসায়ীদের মাঝে করোনা ভাইরাস থেকে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচারপত্র বিলি করা হয়।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী, ডি আই ও ওয়ান ফারুক হোসেন, টিআই ইসমাইল হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।