মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন এর গোপালপুর গ্রামের কৃতি সন্তানদের আর্থিক সহযোগিতায় এলাকার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমন্বয়ক হিসেবে সোহেল, ফরিদুল ও প্রতিক দায়িত্ব পালন করেন। বিকালে গোপালপুরে স্বেচ্ছাসেবকরা ১১৪ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল,তেল- ১ লিটার,ময়দা – ২ কেজি, চিনি – ১ কেজি,সেমাই লাচ্চা – ২ প্যাকেট,
সাবান ১ টা,কাপড়কাচা সাবান ১ টা,ডিটাজেন্ট ১/২ কেজি, নগদ প্রদান –৩শ টাকা সহ খাদ্য গোপালপুরের অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।