তোফায়েল হোসেন (গাংনী প্রতিনিধিঃ)
মেহেরপুরের গাংনীতে উপজেলা বিএনপি’র আয়োজনে রায়পুর ও ষোলটাকা ইউনিয়নের ৪ শ’টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর পৃষ্ঠপোষকতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার মড়কা কলেজ চত্বরে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা সমস্যায় দেশের বিশাল জনগোষ্ঠী কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারি ও বেসরকারি এবং সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এ ক্রান্তিকাল থাকা পর্যন্ত খাদ্য সহায়তা চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জুলফিকার আলি ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, আলফাজ উদ্দীন কালু, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলি, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিএনপি নেতা জামাল উদ্দীন, যোলটাকা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ,বিএনপি নেতা সেলিমরেজা, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল সদস্য সচিব জাহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুনশাদ আলী, মেহেরপুর জেলা ছাত্রদের সহ-সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, সেলিম, আশিক, জিয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।