তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অসহায় বয়স্ক বিধবাদের মাঝে বন্ধন গ্রুপ নগদ অর্থ বিতরণ করেছে।
সোমবার সকাল ৯ টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের বয়স্ক বিধবাদের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে প্রদানের শুভ উদ্বোধন করেন বন্ধন গ্রুপের মডারেটর শাহজাহান আলী।
তিনি বলেন, পৌরসভাসহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে একজন করে সর্বমোট ১৫০ টি বয়স্ক বিধবা ভাতা পর্যায়ক্রমে দেওয়া হবে। যার উদ্বোধন আজ করা হলো। তিনি আরো বলেন নুরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা, নাজমুল হক সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো অর্থ প্রদান করেন।
প্রতিদিন তিনটি ইউনিয়নে এ বয়স্ক ভাতা প্রদান করা হবে। বন্ধন গ্রুপের স্লোগান হলো এসো মিলি প্রাণের টানে, ভাতৃত্বের বন্ধনে। নুরুল হক ফাউন্ডেশন বন্ধন গ্রুপের মাধ্যমে এতিমখানা ও প্রতিবন্ধী ২ শ’টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় এডমিন আরিফুল ইসলাম সোবাহান, মডারেটর ওয়ালিদ আল জাবির, সদস্য আবির, হামজা, সাইফ হাসান কৌশিক, আসিফ ইকবাল অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।