মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন পেশার ৩৯ জন অসচ্ছল মানুষের মাঝে শ্রম কল্যাণ অধিদপ্তর প্রদত্ত চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার সময় মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন গাংনীস্থ নিজ কার্যালয়ে এসব চেক বিতরণ করেন।
এসময় শ্রম অধিদপ্তরের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রবিউল ইসলামসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপজেলার শ্রমজীবি অস্বচ্ছল মানুষের আবেদনের ভিত্তি¡তে শ্রম অধিদপ্তর ৩৯ জন মানুষের মাঝে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বর্তমান সরকারের কল্যাণমুখি কার্যক্রমের ফলে সকল শ্রেনী পেশার মানুষই খুশি। করোনা জয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা একটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছে।