মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ২০১২ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন পয়েন্টে অসহায় মানুষের মধ্যে ইদ উপহার বিতরণ করেছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।
করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে কর্মহীন,অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে ২০১২ ব্যাচ প্রতি রমজানে ইফতার মাহফিল আয়োজন করে এবং এর মধ্য দিয়ে বছরান্তে ব্যাচের সকলে একত্র হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বে এবার অস্বাভাবিক পরিস্থিতি। দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এবং ব্যবসা-বাণিজ্য সংকুচিত করায় দৈনিক আয় করা মানুষগুলোর ইদ এবার বিবর্ণ হতে চলেছে।
এমন বাস্তবতায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচ এবার ইফতার মাহফিল না করে অসহায় হয়ে পড়া মানুষগুলোর ঘরে ইদের আনন্দ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় নিজেদের মধ্যে চাঁদা এবং অনুদান তুলে ৭৫ টি পরিবারের মাঝে সামগ্রী পৌছে দিয়েছেন তারা। ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিরুপ পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা একান্ত নিজেদের উদ্যোগে এ পর্যন্ত দুই দফায় প্রায় অর্ধলক্ষাধিক টাকা সমমূল্যের উপহার সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করেছেন। ঈদকে সামনে রেখে সমাজের বিত্তবানদের সাধ্যমতো এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল রমজানকে সামনে রেখেও উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছিলেন তারা।