মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায়, কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি সদস্য বদরুদ্দীন উপস্থিত থাকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন এ সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।